জিয়া সাইবার ফোর্স বগুড়ার সোনাতলা উপজেলা শাখার সভাপতি ও যুবদল নেতা রাশেদ হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে শহরের সাতমাথায় জিয়া সাইবার ফোর্স জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মোসলেম উদ্দিন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন নিহার সুলতানা তিথি, মনিরা খান, ফরিদুল হাসান বাবু, ইমরান হোসেন, আবু নাঈম প্রমুখ।