মুন্সিগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত সার কারখানা পরিচালনা করায় নওপাড়া গ্রুপ নামের এক সার কারখানাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রবিবার রাতে এ দণ্ড দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, পরিবেশ আইন অমান্য করায় এ অর্থদণ্ড।