রাজবাড়ীর পাংশায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার সত্যজিৎপুর এলাকায় রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই যুবক রাজবাড়ী থেকে ছেড়ে আসা নকশীকাঁথা কমিউনিটি মেইল ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। রাজবাড়ী রেলওয়ে থানার এসআই সৈয়দ ফরহাদ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মরিয়ম আক্তার তারিন (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। মৃত মরিয়ম বনমালা রেলগেট এলাকার একটি ভাড়া বাসায় স্বামী আল-আমিন জাফরুল্লার সঙ্গে বসবাস করতেন। পুলিশ জানায়, সকালে বনমালা রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হন মরিয়ম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।