হবিগঞ্জের চুনারুঘাটে উচ্ছেদ অভিযান চালাকালে এসিল্যান্ডের ওপর হামলা চেষ্টার অভিযোগে ফরহাদ ইবনে রুমি (২৮) নামে কথিত এক সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ভোরে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রুমি উপজেলার উবাহাটা এলাকার দিদার হোসেনের ছেলে। চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বলেন, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী জানায়, রুমি এতদিন যুবলীগের পরিচয় দিলেও ৫ আগস্টের পর থেকে নিজেকে সমন্বয়ক দাবি করছে।
জানা যায়, মঙ্গলবার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এ সময় ফরহাদ ইবনে রুমি সহকারী কমিশনারের ওপর লাঠি দিয়ে হামলার চেষ্টা করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পুলিশ জানায়, ফরহাদ রুমিসহ তাদের লোকজন উবাহাটা মৌজার খাস খতিয়ানে আনুমানিক ২০ ফুট রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করে।