ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল ভোরে ২ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বিজিবি। এসবের মধ্যে রয়েছে ২০২১টি শাড়ি এবং ৩৬৬ পিস ভারতীয় থ্রিপিস। বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে মালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়। পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।