ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি ও পাশের হার শতভাগ। এর প্রধান কারণ বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ফাউন্ডেশনের মাধ্যমে বিরতির সময় শিক্ষার্থীদের হাতে টিফিন তুলে দেওয়া। কয়েক বছর ধরে টিফিনের ব্যবস্থা করে আসছে বসুন্ধরা গ্রুপ। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও টিফিন দেওয়া হয়। প্রতি ছাত্রছাত্রীর জন্য দৈনিক বরাদ্দ ৩০ টাকা। বিভিন্ন দিন বিভিন্ন খাবার সরবরাহ করা হয় এই টাকার মধ্যে। যার মধ্যে থাকে বনরুটি, কলা, ডিম, কেক, শিঙাড়া এবং আপেল। গতকাল দুপুরে টিফিন বিতরণের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশাররফ হোসেন প্রমুখ। টিফিন পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা আক্তার বলেন, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।