নরসিংদীর শেখেরচরে ঘরে ঢুকে স্কুলছাত্রী সুমনা আক্তার তিথি হত্যায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যায় ব্যবহৃত হাতুড়ি, রশি ও লুট করা ১০ লাখ ১ হাজার টাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গতকাল নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান পিবিআই-এর কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের পাঁচই এলাকার মো. রমজান শেখ ওরফে লিমন (২২), তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোনার মো. কাউছার মিয়া (২০) ও নাটোরের চর গোয়াশার মো. ইমন আলী (২১)। তারা সবাই শেখেরচর এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ সুপার বলেন, সদর উপজেরার শেখেরচরের গৃহকর্তা মোফাজ্জল হোসেনের ঘরে বিদেশ থেকে পাঠানো ১০ লাখ টাকা লুট করতে গ্রেপ্তারকৃতরা ওই বাড়িতে রাতে হানা দেয়। ওই সময় ডাকাতরা টাকা লুট এলে বাধা দেয় মোফাজ্জলের স্ত্রী আসমা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে লুণ্ঠনকারীরা আসমা বেগম ও মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমনা আক্তার তিথিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। রাত ১২টার দিকে বাড়ির মালিক মোফাজ্জাল হোসেন বাড়িতে এসে তার মেয়ে ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিথিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত আসমা বেগম ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী, ফরিদপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে।