কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা দেওয়ার পরদিন আবার চালু হওয়া চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা পরিচালনার দায়ে মালিকদের জরিমানা করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা। গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। ভাটাগুলো হলো- যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকসম সাগর ব্রিকস, হাঁসদিয়ার এম এস কে-১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ব্রিকস। ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।