নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত জমি থেকে জীবিত এক মেয়ে নবজাতক উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে নবজাতককে উদ্ধার করেন মামুন নামে এক ব্যবসায়ী। পরে থানা পুলিশের কাছে তুলে দেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পেছনে পরিত্যক্ত জমিতে কান্নার শব্দ পান মামুন। কাছে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখতে পান। সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, বর্তমানে ওই নবজাতক সুস্থ রয়েছে। তাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।