সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত হয়েছেন ২০ জন। একই দিন ময়মনসিংহ, কুষ্টিয়া, বগুড়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও চাঁদপুরে সড়কে আরও আটজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ : সদর উপজেলার মুলীবাড়ীতে যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন চারজন। গতকাল সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার পুর্ববাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে গ্রিস প্রবাসী শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩৮) ও শফিকুল ইসলামের বোন লাকি খাতুন (২২)। আহত অবস্থায় শফিকুলের মা রঙ্গিলা খাতুন, তার ভাবী জোবায়দা খাতুন, ভাতিজি রাইসা ও বাঐতারা গ্রামের আব্দুল করিমের ছেলে ভ্যানচালক নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর : সকালে নব্দীগঞ্জ বাজার এলাকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- অটোরিকশা যাত্রী কাউনিয়ার শ্যামপুর এলাকার শাহীন (২৮), কুড়িগ্রামের রমজান আলী (২৯) এবং অজ্ঞাত এক যুবক। অন্যদিকে সকালে নগরীর নজিরেরহাটে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মাসুদ মিয়া (৪৫) নামে এক পথচারী। অন্যদিকে পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে আসলাম খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিগাতলা এলাকায় সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর আবির হোসেন (১৯) ও মেহেদী হাসান (২০)।
কুষ্টিয়া : মিরপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম তানিয়া (৩০)।
বগুড়া : নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন।
কিশোরগঞ্জ : বরাটিয়া চৌরাস্তা এলাকায় সকালে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন শাহানা আক্তার (৩৫) নামে আরেক অটোরিকশার যাত্রী।
টাঙ্গাইল : কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন রাকিব মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী।
চাঁদপুর : বাগাদীতে পিকআপ চাপায় মারা গেছেন নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫) নামে মোটরসাইকেল চালক।