দেশের বিভিন্ন জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। প্রতিনিধিদের খবর-
জামালপুর : গতকাল সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আবদুর রজ্জাক, আরিফুল ইসলাম, আলম মিয়া, আবদুল করিম আলাল ও এনাম ফকির। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুরে সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক অর্ঘ্য অমৃত মন্ডল (২৬) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ডা. প্রতিভা সরকার মিতু (২২)। কক্সবাজার : চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় কার্ভাড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন হরমত আলী (৩৬) নামে কাভার্ড ভ্যানের চালক। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুর উপজেলার টেংরা-শ্রীপুর আঞ্চলিক সড়কে দুপুরে অটোরিকশাচাপায় মেরাজুল ইসলাম (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেরাজুল উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ফালু মার্কেট এলাকার রুহুল আমিনের ছেলে। সে বনরূপা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ভাঙ্গা (ফরিদপুর) : শরীয়তপুরের নড়িয়ায় গতকাল গাড়ির চাকায় চাপায় মারা গেছেন ইলিয়াাস চোকদার (৩৬) নামে এক শিক্ষক। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন।