নাটোরের বাগাতিপাড়ায় ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় রক্ষা পেল একটি বিড়ালের জীবন। গতকাল উপজেলা পরিষদের পল্লী ভবনের সামনের একটি মেহগনি গাছ থেকে বিড়ালটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে কুকুর তাড়া করলে ভয়ে গাছের মাথায় উঠে পড়ে বিড়ালটি। ২৪ ঘণ্টা পার হলেও বিড়ালটি গাছ থেকে নামতে পারেনি। বিষয়টি নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ফায়ার সার্ভিসে খবর দেন।