মানিকগঞ্জ শহরের প্রধান সড়কসহ পাড়ামহল্লার সড়কগুলো চলে গেছে হকারের দখলে। চরম ভোগান্তির শিকার হচ্ছে ব্যবহারকারীরা। মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, ‘আমি অল্প দিন হলো এ জেলায় যোগদান করেছি। শহরে যানজটের বিষয়টি আমার নজরে এসেছে। যানজট নিরসনে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মানিকগঞ্জ শহরের প্রবেশপথ শহীদ সরণির দুই দিকেই বহুতল মার্কেট। মার্কেটের সামনে ফুটপাত থাকলেও পথচারীরা ব্যবহার করতে পারেন না। ফুটপাতজুড়ে হোটেল, বিভিন্ন ফলের দোকান, চায়ের দোকান আর রাস্তার অর্ধেক ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে। এ ছাড়া সড়কে বৈধ-অবৈধ রিকশা, ভ্যান, হ্যালোবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যনবাহনের দৌরাত্ম্য তো আছেই। এসব কারণে পথচারীরা পড়েন বিড়ম্বনায়। ধীরগতিতে চালাতে হয় যানবাহন। ফলে লেগেই থাকে যানজট। একই অবস্থা শহরের শহীদ রফিক সড়কেও। সরেজমিনে দেখা যায়, একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাত দখল করছেন, অন্যদিকে স্থায়ী ব্যবসায়ীরাও ফুটপাতে বিভিন্ন পণ্য রেখে চালিয়ে যাচ্ছেন বেচাকেনা। দেখার যেন কেউ নেই। বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, রাস্তার দুই দিকে বহুতল মার্কেট। বেশির ভাগ মার্কেটে গাড়ি পার্কিং নেই। কেউ কেউ মার্কেটে পার্কিংব্যবস্থা রাখলেও পরে দোকান বানিয়ে ভাড়া দিয়েছেন।