দেশের পাঁচ জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুসহ ৯ জন নিহত হয়েছেন।
চট্টগ্রাম : দাওয়াত খেয়ে ফেরার পথে মিরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), নিপ্পু বড়ুয়া (৪৩) ও সানি বড়ুয়া (৩৭)।
গোপালগঞ্জ : কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামের দিপু দাস (১৮), বিশাল নাগ (১৯) ও হৃদয় মৃধা (১৮)।
বরিশাল : বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের চালকসহ আরও ১০ জন। নিহত ট্রাক চালক মাহবুব হোসেন (৪৫) সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা।
কুড়িগ্রাম : উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আরশি খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন অটোযাত্রী আহত হয়েছেন।
কক্সবাজার : ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে হুমায়ুন কবির নোমান (২৫) নামে এক যুবক নিহত হন।