রায়পুরায় মোবাইল কোর্টের সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। গতকাল উপজেলার মির্জাচর ও চরমধুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত হয়নি।
জানা যায়, রায়পুরায় প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। গতকাল ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়টি ড্রেজার ও দুজনকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের দুটি স্পিড বোটের উদ্দেশ্যে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এদিকে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
ইউএনও মাসুদ রানা বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।