দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
হবিগঞ্জ : দুপুরে শায়েস্তাগঞ্জের নসরতপুরে মাইক্রোবাস চাপায় ইয়াহিয়া মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। বিকালে মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন আরফান মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী। এ ছাড়া মাধবপুরের হরিণখোলা মনতলায় বুকে সড়কের পাশে থাকা বাঁশ ঢুকে আবদুল মান্নান আবু মিয়া (৭০) নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। বাগেরহাট : বুধবার রাতে মোংলা-খুলনা মহাসড়কে মোংলা উপজেলায় ট্রলি উল্টে চালকসহ দুজনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রলিচালক মোংলা উপজেলার রোকন উদ্দিন (৬০) ও খুলনার দিদার মোল্লা (৩২)। পিরোজপুর : সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নে সন্ধ্যায় রাজীব পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পূর্ব উত্তর শংকরপাশা এলাকার রিয়াদ কাজী (২০) ও ইন্দুরকানী উপজেলার শাহিন (৩০)। সিলেট : সিলেটে ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। নিহত শফিক আলী (৫৫) ওসমানীনগর উপজেলার বাসিন্দা। লক্ষ্মীপুর : কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বিকালে সদর উপজেলার মিয়ারবেড়ী বাজারে এ ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই ইয়াকুব আলী জানান। নিহত ফয়সাল হোসেন (৩০) সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে। বগুড়া : সকালে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সদর উপজেলার বারপুর মাদারতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্না বগুড়া সদর উপজেলার বারপুর এলাকার আলমের ছেলে। দিনাজপুর : হাকিমপুরে ট্রাকের ধাক্কায় ফারহা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঝিনাইদহ : শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন ওয়াজেদ আলী নামে এক বৃদ্ধ। ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন সুমন শেখ (৩৩) নামে এক মোটরসাইকেল চালক।