পরিবেশবান্ধব গ্রিন শহর নির্মাণের লক্ষ্যে দিনাজপুরের ঈদগাহ আবাসিক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রধান লক্ষ্য পরবর্তী প্রজন্মকে সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া যায়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে একযোগে সাতটি ইউনিয়ন ও দিনাজপুর পৌরসভায় এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ইউনিয়নগুলো হলো- চেহেলগাজী, উথরাইল, শশরা, শেখপুরা, সুন্দরবন ইউনিয়ন, আউলিয়াপুর ও ফাজিলপুর। সবুজ গ্রাম-শহর গড়ে তোলার জন্য বাসিন্দাতের সচেতন করতে চলানো হচ্ছে প্রচারাভিযান।
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গতকাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
তিনি বলেন, পৃথিবীতে প্রতি বছর উৎপাদন হচ্ছে প্রায় ৩৮১ কোটি টন প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্য। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ মাত্র একবার ব্যবহার হচ্ছে। পুনর্ব্যবহার করা হয় মাত্র ৯ ভাগ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধকল্পে প্লাস্টিক বর্জ্যমুক্ত জেলা গঠনে ব্যক্তি এবং সরকারি-বেসরকারি, সামাজিক প্রতিষ্ঠান সবাইকে এগিয়ে আসতে হবে। যেখানে-সেখানে ময়লা আবর্জনা, প্লাস্টিক ও প্লাস্টিক বর্জ্য পড়ে থাকায় পরিবেশ দূষণ হচ্ছে। বাড়ছে রোগব্যাধি। এ থেকে পরিত্রাণ পেতে এবং আগামীর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্লাস্টিক বর্জন ও দূষণ রোধ করতে হবে।