নলডাঙ্গায় ১৮ বাড়িতে আগুন ও লুটপাট মামলার বিভিন্ন ধারায় সাত বছর করে দন্ড পাওয়া আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জন খালাস পেয়েছেন। আপিলের শুনানি শেষে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী গতকাল এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী শরিফুল ইসলাম মুক্তা জানান, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই মামলায় খালাস পাওয়ায় জাতীয় সংসদসহ যে কোনো নির্বাচনে প্রার্থী হতে আর কোনো বাধা নেই। নাটোর আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর বলেন, বিচারক মামলার পর্যবেক্ষণে বলেছেন, দুলুর ভাতিজা যুবদল নেতা সাব্বির আহম্মেদ গামা হত্যার পর বিষয়টি ভিন্ন খাতে নিতে ওই মামলার আসামি ও তাদের স্বজনরা দুলু ও তার স্বজনদের বিরুদ্ধে কাউন্টার হিসেবে এই মামলা করেছিলেন।
২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নলডাঙ্গার রামশার কাজীপুরে ১৮টি বাড়িতে গান পাউডার ছিটিয়ে ও পেট্রল ঢেলে অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ ওঠে। স্থানীয় আসাদুজ্জামান আসাদ (পরবর্তীতে নলডাঙ্গা উপজেলা চেয়ারয়াম্যান) ঘটনার তিন বছর পর ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি নলডাঙ্গা থানায় মামলা করেন। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনকে আসামি করা হয়। মামলায় বিভিন্ন ধারায় দুলুসহ ৯৪ জনকে ২০০৭ সালের ৬ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রওনক মাহমুদ সাত বছর করে সশ্রম কারাদন্ড দেন। রায়ের পর আসামি পক্ষ নাটোর জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। দীর্ঘ আপিল শুনানি শেষে বিচারক এ এফ এম মারুফ চৌধুরী বুধবার সব আসামিকে খালাস দেন।