বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল একাডেমির আইসিটি ভবনে বাংলাদেশে মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা। অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্ব করেন। উদ্বোধন অনুষ্ঠানে ড. এ কে এম অলি উল্যা বলেন, এটাই দেশের প্রথম মধুর হাট।