মধুমতী নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পে বাধা ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। গত বছর ১৮ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন-এ ‘গোপালগঞ্জে মধুমতী নদী প্রতিরক্ষা বাঁধের বাধা অবৈধ স্থাপনা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। তার পর সেখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিকল্পনা হাতে নেওয়া হয়।