নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তাভাবনা জাগ্রত করার লক্ষ্যে কেক ব্র্যান্ড ওয়ান্ডার কেক আয়োজন করে দিনব্যাপী অনুষ্ঠান ‘ওয়ান্ডারফুল ডে’।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিভাগের ১০০টি স্কুলের মোট ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহনকারীদের মধ্যে সেরা ১০ বিজয়ীদের পুরস্কার হিসেবে দেয়া হয় ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক কুকারসহ নানা আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট। বাকীদের জন্যও ছিল ওয়ান্ডার কেক এর পক্ষ থেকে গিফট বক্স। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন ভিকারুননেসা নূন স্কুল এন্ড কলেজ ও মিরপুর গালর্স আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের চিত্রকলা বিভাগের পাঁচ শিক্ষক।
এছাড়া দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেয় খেলাধুলা, কুইজ, ও ম্যাজিক শো-এর মতো নানা বিনোদনমূলক ও শিক্ষণীয় কার্যক্রমে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নানা ইন্টারঅ্যাকটিভ গেম এবং সৃজনশীল কুইজ যেখানে ছিল আকর্ষণীয় পুরস্কার ও ওয়ান্ডার কেকের বিভিন্ন উপহার সামগ্রী।
এ বিষয়ে ওয়ান্ডার কেক এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহাম্মদ আলী হাসান বলেন, “ঢাকার বিভিন্ন স্কুলের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর চিত্রাঙ্কন থেকে আজকের ৫০০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। আগামী বছরগুলোতে আমরা এই আয়োজনকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে ওয়ান্ডার কেক এর অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুল, ডেপুটি ম্যানেজার (ইভেন্ট) ওয়ালিদুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম