সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা ঘিরে রংপুরের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপ্রত্যাশীদের রমরমা পদচারণ লক্ষ করা গেছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি নেতারা মণ্ডপ পরিদর্শন করে কুশলবিনিময় করছেন। পূজামণ্ডপ পরিদর্শন এবং অনুদান দেওয়ায় সাধারণ মানুষ মনে করছেন শারদীয় উৎসব মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচনি উৎসবে পরিণত হয়েছে।
রংপুর মহানগরীর পূজামণ্ডব পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী, মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি রংপুর নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে একাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপরে তিনি মহানগরীর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি, রংপুর জেলা শাখার সদস্যসচিব ও রংপুর সদর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. আনিছুর রহমান লাকুর নগরীর বিভিন্ন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া একাদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত এবারের মনোননয়নপ্রত্যাশী আইনজীবী শফি কামাল সনাতন ধর্মের লোকজনের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নিজ এলাকা পীরগঞ্জসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরির্দশন করেন। এ ছাড়া নগরীতে ধর্মসভা, মাহিগঞ্জসহ শারদীয় দুর্গাৎসবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য, রংপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও কাউনিয়া, পীরগাছা রংপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজম খান। এ ছাড়া রংপুরের অন্যান্য নির্বাচনি এলাকায় জামায়া নেতারা পূজামণ্ডপ পরিদর্শ করেন।