রাজধানীর কদমতলী এলাকা থেকে রোখসানা বেগম (৪২) নামে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মুরাদপুরের হাজী লাল মিয়া সর্দার রোড থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
কদমতলী থানার এসআই কামরুন নাহার জানান, সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পান প্লাস্টিকের বস্তায় একটি লাশ রাস্তার ওপর পড়ে আছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই নারীর মুখমণ্ডল অর্ধগলিত ছিল। এ ছাড়া তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। উদ্ধারের সময় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানার সুতাবাড়িয়া গ্রামে। বাবার নাম হাতেম। এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাফায়েত হোসেন বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। নেপথ্য ঘটনাটি জানার চেষ্টা চলছে। এদিকে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জানান, গতকাল সকালে কুড়িল বিশ্বরোড এলাকায় আপ লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩৫ বছর। পরনে ছিল গাঢ় নীল রঙের টি-শার্ট ও সুতি কালো পোশাক। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।