জীবনের লড়াইয়ে প্রায়ই সবচেয়ে বড় শক্তি আসে অন্য মানুষের মানবিক সহায়তা থেকে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে কবি মজেল উদ্দীনের জীবনে। তিনি শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে রিকশা চালাতে পারছেন না। জীবিকার জন্য নির্ভরশীল ছিলেন শুভাকাক্সক্ষীদের সাহায্যের ওপর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাহায্য কমে যাওয়ায় দিনগুলো কষ্টকর হয়ে উঠেছিল। নিজের কষ্টের কথা তিনি জানিয়েছিলেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের। মজেল উদ্দীন বলেছিলেন, ‘আমি এমন কিছু করতে চাই, যা আমার জন্য কষ্টসাধ্য হবে না। আমার জন্য সুবিধাজনক হবে চীনা বাদাম ভেজে বিক্রি করা। যদি কেউ আমাকে সহযোগিতা করে, আমি নিজ উদ্যোগে জীবন চালিয়ে যেতে পারব। তার এই আকাঙ্ক্ষা শুনে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা পাশে দাঁড়ান। গতকাল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে তাকে দেওয়া হয় ৫ কেজি বাদাম বিক্রির ডালি, ছেনি, পাল্লা-পাথর, বাদাম, লবণ, চালনি, হাতা ও খড়িসহ ব্যবসার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম। এই সরঞ্জামাদি কবিকে তার নিজ উদ্যোগে জীবিকা চালাতে সক্ষম করবে এবং আত্মসম্মানও বজায় রাখবে।
তাকে সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা এমদাদুল হক মিলন, সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলম, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, কার্যকরী সদস্য শিবশ্রী রায় ও জীবন ইসলাম।
বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ শুধু একটি মানবিক সহায়তা নয়। এটি একজন সৃষ্টিশীল মানুষের আত্মমর্যাদা রক্ষার প্রয়াস, যা সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে।