পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন। তার সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এবং আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের আরও চারজন সদস্য।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়া, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় গৃহীত পদক্ষেপ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের পুলিশ সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ জানান।
আইজিপি বাহারুল আলম প্রতিনিধিদলকে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও জনবান্ধব সেবা সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও প্রযুক্তিনির্ভর পুলিশিং চালু করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে। সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত