বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতি অক্টোবর মাসে সামান্য কমে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বিবিএসর তথ্য মতে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক শূন্য ৮ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে (আগের মাসে ৮ দশমিক ৯৮ শতাংশ)।
গ্রামীণ অঞ্চলে, সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ১৬ শতাংশে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৪৭ শতাংশ এবং গত বছরের একই মাসে ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। গ্রামীণ খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৯৪ শতাংশে নেমেছে (সেপ্টেম্বরে ৭ দশমিক ৫৪ শতাংশ)। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ৪১ শতাংশে হয়েছে (আগের মাসে ৯ দশমিক ৪০ শতাংশ)।
অপরদিকে, শহরাঞ্চলে মূল্যস্ফীতি প্রায় অপরিবর্তিত থেকে ৮ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে (সেপ্টেম্বরে ৮ দশমিক ২৮ শতাংশ)। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৫ শতাংশে এসেছে (আগে ৭ দশমিক ৯৪ শতাংশ), তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে (আগে ৮ দশমিক ৫১ শতাংশ)।
বিডি প্রতিদিন/এমআই