টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তরপাড়া গ্রামে কামাল খান (৬৩) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে কামাল খানের বসতবাড়ির পাশের জঙ্গল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কামাল খান পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস করতেন। প্রায় সপ্তাহখানেক আগে তিনি তার গ্রামের বাড়িতে গৃহস্থালি ও আবাদি জায়গা-জমি দেখাশোনার জন্য আসেন। মঙ্গলবার রাতে তিনি নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বাড়ির পাশে একটি জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি