রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৯তম আসর। এবারের আসরে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, স্পেন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতসহ ১০টি দেশ থেকে মোট ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এক্সপোতে ফ্যাব্রিক মিল (ডেনিম ও নন-ডেনিম), গার্মেন্টস প্রস্তুতকারক, সুতা উৎপাদক, ওয়াশিং ও লন্ড্রি, অ্যাকসেসরিজ ও ট্রিমস, কেমিক্যালস, মেশিনারি বা প্রযুক্তি এবং লজিস্টিকস ক্যাটাগরিতে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। দুই দিনের এ এক্সপোতে ডেনিম উৎপাদনের সর্বশেষ উদ্ভাবন, টেকসই প্রযুক্তি এবং বৈচিত্র্যময় পণ্যের প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা ও বৈশ্বিক ডেনিম বাজারে শক্তিশালী অবস্থান তুলে ধরা হবে। এ প্রদর্শনীতে বিশ্বব্যাপী ডেনিম শিল্পের নেতা, উদ্ভাবক ও সংশ্লিষ্ট অংশীজন একত্রিত হবেন ডেনিম উৎপাদন, টেকসই এবং প্রযুক্তির পরিবর্তনশীল দিক নিয়ে আলোচনার জন্য। এ আয়োজনে তিনটি প্যানেল আলোচনা এবং দুটি সেমিনার অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের ডেনিম শিল্পের মূল দিকগুলো এবং বৈশ্বিক পরিসরে এর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরবে।
বাংলাদেশ ডেনিম এক্সপো ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘দীর্ঘ পথচলায় বাংলাদেশ ডেনিম এক্সপো তার উদ্ভাবনী ও অনন্য বৈশিষ্ট্যের কারণে প্রস্তুতকারক, ব্র্যান্ড এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এটি আর শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এখন এটি আন্তর্জাতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক ও ক্রেতারা একে অপরের সঙ্গে সংযুক্ত হন।