ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মাঠে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদসহ প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, ফুটবলের মতো জনপ্রিয় খেলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক কাজে জড়িত করা সম্ভব হলে সমাজ থেকে মাদকের প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। সেই সাথে মানসিক বিকাশে তরুণদের খেলাধুলার ওপর জোর দেন তারা।
দুইদিন ব্যাপী টুর্নামেন্টে ৪টি দল অংশ নেয়।
বিডি প্রতিদিন/কামাল