অধস্তন আদালতের প্রায় এক হাজারের বেশি বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায়। এর মধ্যে প্রায় ৩০০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে উন্নীত করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের একাধিক নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, যুগ্ম জেলা ও দায়রা জজদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সহকারী বিচারকদের সিনিয়র সহকারী বিচারক পদে পদোন্নতি দেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হবে।
সূত্র আরও জানায়, সভায় ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক বেগম মোছাম্মৎ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালে আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব নাকচ করা হয়েছে। ধর্ষণ মামলায় স্থগিতাদেশ থাকার পরও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় ২০২১ সালের ১৩ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার বিচারিক ক্ষমতা স্থগিত করেছিলেন। ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠায়, যাতে কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা স্থগিত করে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি আইন মন্ত্রণালয় কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালের প্রস্তাব পাঠায়। তবে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন থাকায় ফুলকোর্ট সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, সরকারের বার্ষিক ক্যালেন্ডার এখনো প্রকাশিত না হওয়ায় ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারও চূড়ান্ত করা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত