নিউইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবার অনুষ্ঠিত মেয়র নির্বাচনে জয়ী হয়ে শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন। ইসরায়েলের একজন মন্ত্রী তাকে হামাস সমর্থক হিসেবে চিহ্নিত করে বিতর্ক সৃষ্টি করেছেন।
৩৪ বছর বয়সী মামদানি কুইন্স থেকে আসা রাজ্য বিধানসভার সদস্য। তিনি প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে শহরের ১১১তম মেয়র নির্বাচিত হন। প্রাপ্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেয়ে তিনি এই বিশাল বিজয় নিশ্চিত করেন।
মামদানির জয়ের পর ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি ইহুদি আমেরিকানদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানান। চিকলি মামদানিকে হামাস সমর্থক আখ্যা দেন এবং তার বিজয়কে নিউইয়র্ক সিটির জন্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেন।
উগান্ডায় জন্মগ্রহণকারী এবং ভারতীয় বংশোদ্ভূত পিতা-মাতার সন্তান মামদানি শিশুকালে যুক্তরাষ্ট্রে আসেন। নির্বাচনের শুরু থেকেই তিনি ফিলিস্তিনের প্রতি স্পষ্ট সমর্থন বজায় রেখেছিলেন এবং গাজায় ইসরায়েলের গণহত্যা চালানোর অভিযোগ করেছেন। তার নির্বাচনী প্রচারে বর্ণবিদ্বেষ এবং ইসলামোফোবিক আক্রমণ সত্ত্বেও ভোটের তথ্য বলছে যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তার অবস্থান তাকে প্রাইমারিতে জয়ী হতে সাহায্য করেছে।
জয়ের পর মামদানি তাঁর ভাষণে ইহুদি নিউ ইয়র্কবাসীদের পাশে থাকার এবং সেমিটিজম-এর বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিধা না করার প্রতিশ্রুতি দেন।
বিডি প্রতিদিন/নাজমুল