দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে রাজধানীর বিজয় স্মরণী কলমিলতা বাজার অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলে পুলিশ বাধা দিলেও তারা কলমিলতা বাজারের সামনে অবস্থান নেন। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি নূরতাজ আরা ঐশীসহ শত শত বস্তিবাসী উপস্থিত ছিলেন। দুটি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। তাদের দাবি দুটি হলো- ‘রাজধানীর বিজয় স্মরণী কলমিলতা বাজারের ক্ষতিপূরণ ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেওয়ার।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আবদুর রহিম বলেন, আমরা দুটি দাবিতে টানা ১৬ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু সরকার কোনো সমাধান করছে না। অবিলম্বে আমাদের দাবি না মেনে নিলে ২৮ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব।