সপ্তাহের শেষ দিনেও দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। টাকার পরিমাণে ডিএসইতে ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। ২৩ কোটি টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় শীর্ষে ছিল বিচ হ্যাচারি।
তৃতীয় শীর্ষে থাকা ওরিয়ন ইনফিউশনের ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২০২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দাম বেড়েছে ৭৬ কোম্পানির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ২১টির। সিএসইতে ৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।