ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি (ইডব্লিউএমজিপিএলসি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের বিজ্ঞাপন ও অপারেশন বিভাগের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেলের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগে আদালতে মামলা হয়েছে (মামলা নং–৭৯৩/২০২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, অনলাইন পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের বিজ্ঞাপন ও অপারেশন বিভাগের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল—পিতা: মো. মোশারফ হোসেন, মাতা: মৃত হাসিনা মোশারফ, বর্তমান ঠিকানা: বাসা ৯৩/১, রোড মুরাদপুর মাদ্রাসা রোড, ডাকঘর গেন্ডারিয়া-১২০৪, থানা কদমতলী, জেলা ঢাকা—এর সঙ্গে কোনো ধরনের ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞাপন সংক্রান্ত কার্যাবলি বা আর্থিক ও বৈষয়িক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য বিজ্ঞাপনদাতা, এজেন্ট, পরিবহন কন্ট্রাক্টর, হকার সমিতির সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক ও অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সতর্কীকরণ প্রকাশের পরও কেউ যদি ইয়াসিন হোসেন পাভেলের সঙ্গে কোনো আর্থিক, বাণিজ্যিক বা বিজ্ঞাপন সংক্রান্ত লেনদেন বা চুক্তিপত্র সম্পাদন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি, এর কোনো অঙ্গ প্রতিষ্ঠান কিংবা বসুন্ধরা গ্রুপ কোনোভাবেই দায়ী থাকবে না।
কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।