শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেছেন, দেশের অধিকাংশ শিল্প কারখানা বন্ধ। এসব কারখানা চালু করতে এবং বিদেশি বিনিয়োগ আনতে কাজ করা হচ্ছে। গতকাল দুপুরে মাগুরা জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, দেশটাকে সবাই মিলে গড়তে হবে। এ ক্ষেত্রে দেশের শিল্পপতিদের এগিয়ে আসতে হবে। এসময় তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতি উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুল আকবর কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রমুখ।