আজ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মদিন। ১৯২৩ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্ম নেওয়া এই ‘লাল মিয়া’ শৈশবেই ছবি আঁকায় অসামান্য প্রতিভা দেখান। স্থানীয় জমিদারের সহযোগিতায় ১৯৩৮ সালে কলকাতায় গিয়ে ভর্তি হন আর্ট স্কুলে এবং হয়ে ওঠেন এস এম সুলতান। বাংলার গ্রামীণ জীবন, খেটে খাওয়া মানুষ ও কর্মচাঞ্চল্যে ভরা মাঠঘাট তাঁর ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছে। ‘জমি কর্ষণ’, ‘ধান মাড়াই’, ‘গাঁতায় কৃষক’সহ অসংখ্য বিখ্যাত চিত্রকর্মের স্রষ্টা তিনি। প্রাণিপ্রেমী এ শিল্পী নড়াইলে গড়ে তোলেন ‘নন্দনকানন’ ও ‘শিশুস্বর্গ’। একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ নানান আন্তর্জাতিক স্বীকৃতিতে ভূষিত হন এস এম সুলতান।
১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে কোরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আর্ট ক্যাম্প, শিশুদের নিয়ে নৌকা ভ্রমণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।