মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সুফল সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে এ কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের দরিদ্র শ্রেণির শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে পড়াশোনা করে। গণ অভ্যুত্থানে এদের অবদান সবচেয়ে বেশি। এদের জন্য মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রফেসর আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে কারিকুলাম ও সিলেবাস সংস্কারের পাশাপাশি নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব আইন ও বিএড কলেজ দুর্নীতিমুক্ত করা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গ্রহণ করা সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে আগামী এক বছরের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা সম্মানিত বোধ করবেন।