বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ঠেকানোর জন্য একটি পক্ষ আদাজল খেয়ে নেমেছে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে আপনাদের সমস্যা কোথায়? তিনি আরও বলেন, যারা রাজনীতিতে এতিম ও দেউলিয়া, নির্বাচন করলে যাদের জামানত থাকবে না। সেই দলগুলো ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছে। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানান মুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর ফলে পতিত ফ্যাসিবাদদের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য সুযোগ করে দিচ্ছে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, সেখানে এখন বিভক্তি তৈরি করা হচ্ছে। বিনা কারণে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে বিশোদ্গার করা হচ্ছে। আমরা কারও প্রতিপক্ষ নই।
গতকাল দুপুরে মার্চ ফর জাস্টিস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী ইউনিটের উদ্যেগে আয়োজিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন। আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাজাহান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূঞা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম নুরুল ইসলাম নুরন্নবী প্রমুখ।