রাজধানীতে গত কয়েকদিন ধরে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো ভারী, কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি। এতে কোথাও কোথাও সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন পথচারীরা। গতকাল রাজধানীর বিভিন্ন অঞ্চলে দেখা গেছে, বৃষ্টির কারণে চলাচল করা লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে সকাল থেকেই।
মালিবাড় মোড়ে দেখা গেছে, ছাতা হাতে সড়কে বেশির ভাগ মানুষ। নীলক্ষেত মোড় এলাকাতেও একই চিত্র দেখা গেছে। আবার অনেককেই দেখা যায় কাকভেজা হয়ে বৃষ্টির মধ্যেই কর্মক্ষেত্রে যাচ্ছেন। নিউমার্কেট এলাকায় যানবাহনের অপেক্ষায় লোকজন জানান, বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যা হয় পরিবহন ব্যবস্থায়। নিউমার্কেট থেকে ধানমন্ডি ২৭ নম্বর সিএনজি ভাড়া চাচ্ছে ৩০০ টাকা। আবার গণপরিবহনও বৃষ্টিতে পাওয়া যায় না। এতে দুর্ভোগ আরও বেড়ে যায়। এদিকে পুরান ঢাকার আগা সাদেক সড়কে জলাবদ্ধতায় বিপাকে পড়ে এলাকাবাসী। দেখা যায় সড়কে পানি জমার ফলে বিভিন্ন দোকানে অলস দিন পার করছেন দোকানিরা আগা খান সাদেক সড়কে। দেখা গেছে, বৃষ্টির পানি জমেছে মিরপুর রোডে এবং ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে। ঢাকার মিরপুর থেকে চাকরিজীবী পথচারী ইকবাল হোসেন বলেন, এবার বর্ষায় বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঢাকার নগরপরিকল্পনা কতটা দুর্বল, কতটা অপ্রস্তুত। প্রতি বছরই বর্ষা আসে, বৃষ্টি হয়, কিন্তু জলাবদ্ধতায় মানুষের কষ্টের পরিমাণ কমে না বরং বাড়ে।