পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না মেনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসিতে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোসরদের এ পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া খুব গোপনে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএফডিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
নানান অনিয়ম ও ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত তিন কর্মকর্তা অতিরিক্ত পরিচালক (অর্থ) রেজাউল হক, অতিরিক্ত পরিচালক (উৎপাদন) জানে আলম এবং সহকারী পরিচালক (সংগ্রহ) খন্দকার মশিকুল আলমকে বিধিবহির্ভূত পদোন্নতির অংশ হিসেবে গত ২ জুলাই, ৭ জুলাই ও ১৬ জুলাই পদোন্নতির তিনটি সভা এবং ৯ জুলাই ও ২৩ জুলাই পর্ষদ সভার দুটি সভার আয়োজন করেন বিএফডিসির বিতর্কিত এমডি মাসুমা তানি। সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আপত্তির মুখে নিয়মবহির্ভূত এই পদোন্নতি প্রক্রিয়ার পাঁয়তারায় পাঁচবার গোপন সভার আয়োজন করাতে অভিযোগের তির বিএফডিসির এমডি মাসুমা তানির দিকে। যার কারণে চাপা ক্ষোভে ফুঁসছে এফডিসির কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে এই পদোন্নতি প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিএফডিসির এমডি মাসুমা তানি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) কামাল মোহাম্মদ রাসেদ ষষ্ঠবারের মতো পদোন্নতি সভা ডেকেছেন। বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ার জন্য একই মাসে ছয়বার পদোন্নতির সংক্রান্ত সভার আয়োজনে হতবাক ও ক্ষুব্ধ বিএফডিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
গ্রেডেশন না টাঙিয়ে ও পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়াই ছাত্র হত্যার উসকানিদাতা ও আওয়ামী সমর্থিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার এ সভাগুলোকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএফডিসিতে কর্মরত জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। জানতে চাইলে বিএফডিসির এমডি মাসুমা তানি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অর্থের বিনিময়ে পদোন্নতির বিষয়টি সত্য নয়।’
এ প্রসঙ্গে বিএফডিসিতে কর্মরত জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জি এম সাঈদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের পদোন্নতি দেওয়ার জন্য গোপন বৈঠক করে এফডিসিকে কলঙ্কিত করেছেন এমডি মাসুমা তানি। তিনি বলেন, যে কোনো সভার আগে কর্মকর্তা-কর্মচারীদের নোটিস দিয়ে জানানোর কথা থাকলেও পদোন্নতি দেওয়ার এই সভার বিষয়ে তা করা হয়নি।
ছাত্র হত্যার উসকানিদাতা ও আওয়ামী দোসরদের অর্থের বিনিময়ে পদোন্নতি দেওয়ার উদ্দেশ্যেই বিএফডিসির এমডি মাসুমা তানি এ গোপন বৈঠকের আয়োজন করেছেন বলেও জানিয়েছেন জি এম সাঈদ।
এদিকে দুর্নীতির মাধ্যমে পদোন্নতি প্রদান প্রক্রিয়ার বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ জানিয়ে গত ৭ ও ১৫ জুলাই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) লিখিত চিঠি দেয় জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। অবৈধ এ পদোন্নতি প্রক্রিয়া বাতিল না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান বিএফডিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।