কক্সবাজারের টেকনাফে বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ৩০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, টেকনাফ পৌর জামায়াতের সভাপতি মুহাম্মদ রবিউল আলম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মামুন, বসুন্ধরা শুভসংঘের টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক জাকারিয়া আলফাজ।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের বিষয়ে আগে আমার কোনো ধারণা ছিল না। আজকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের মানবিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে। যারা সেলাই মেশিন পেয়েছে তাদের মাধ্যমে ৩০টি পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। আমাদের প্রত্যাশা থাকবে বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ আগামীতে এ সীমান্ত উপজেলার অসচ্ছল মানুষের পাশে দাঁড়াবে।’ টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ অসহায় ও অসচ্ছল নারীদের শুধু সহানুভূতি দেখিয়ে বসে থাকেননি বরং তাদের সেলাই মেশিন দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দিয়েছেন। একটি সেলাই মেশিনে এসব অসচ্ছল নারীদের আয়ের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে।’ টেকনাফ পৌর জামায়াতের সভাপতি মুহাম্মদ রবিউল আলম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সেলাই মেশিন পেয়ে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। একটি সেলাই মেশিনের মাধ্যমে একজন নারী স্বাবলম্বী হবেন শুধু তাই নয়, একটি সেলাই মেশিন একটি পরিবার ও সমাজের আর্থিক সচ্ছলতা আনতে সক্ষম।’ বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে শাহপরীর দ্বীপের অদম্য নারী শিক্ষার্থী জোনাকি আকতার বলেন, ‘বাবা মারা গেছেন চার বছর আগে। পাঁচ ভাইবোনের মধ্যে আমি সবার বড়। সংসার সামলানোর পাশাপাশি নিজের এবং ছোট ভাইবোনদের পড়ালেখার খরচও জোগান দিতে হচ্ছে। গ্রামের একটি মাদরাসায় অস্থায়ী চাকরি করে তা দিয়ে টানাপোড়েন চলছে আমাদের পরিবারে। পরিবারের দুঃসময়ে বসুন্ধরা গ্রুপের সহায়তায় পাওয়া সেলাই মেশিন আমাকে এবং পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে।’ বসুন্ধরা শুভসংঘ টেকনাফ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লবের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর জামায়াতের সহ-সেক্রেটারি খোরশেদ আলম দিদার, সাংবাদিক জসিম মাহমুদ, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত, শুভসংঘের আলী সোহাগ, মোহাম্মদ আলম, মোহাম্মদ হাসান, হেলাল উদ্দিন, পারভিন আক্তার, মাসুমা আক্তার প্রমুখ।