চট্টগ্রামে জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট ৬৬৯ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। সর্বশেষ গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ জন আক্রান্ত হয়। তবে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা নেই। এর আগে বেসরকারি দুটি ল্যাবে মোট ৫৬৬টি নমুনায় ৪৪২টি পজেটিভ আসে, প্রায় ৭৮ শতাংশ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এতদিন সরকারিভাবে চিকুনগুনিয়ার তথ্য সংগ্রহ না হলেও গত কয়েকদিন ধরে তা করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রামে সরকারিভাবে আরটি-পিসিআর ল্যাবে চিকুনগুনিয়ার টেস্ট করা হয় না, অ্যান্টিজেন টেস্ট করা হয়। চিকুনগুনিয়ার উপসর্গ দেখা দিলে রোগীরা বেসরকারি ল্যাবে আরটি-পিসিআর টেস্ট করাচ্ছেন।