পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আজ হোক কাল হোক বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করবে। বিএনপির পায়ের নিচের মাটি সরে গেছে। যেসব জায়গায় ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে, সেখানে ইসলামবিরোধী শক্তি হারবে।
গতকাল বরিশাল নগরীতে ইসলামী আন্দোলনের জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মুফতি ফয়জুল করীম বলেন, কোনো এক দিকে ঝুঁকে যাবেন না। কোনো এক ব্যক্তির সঙ্গে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের তারিখ ঘোষণা দিতে পারেন না। নির্বাচন যেদিন করেন আপত্তি নাই। কিন্তু প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার ছাড়া যদি নির্বাচন দেন তাহলে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশে করে বলেন, নির্বাচন কমিশন নিজেই সংবিধানের বাইরে। যেহেতু নির্বাচন কমিশন সংবিধানবিহীন তাই পিআর পদ্ধতিও সংবিধানবিহীন হওয়া উচিত। সংস্কার, বিচার করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।