ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ইসরায়েলি বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। আজ রবিবার গোষ্ঠীটি রামোন বিমানবন্দরে এই হামলা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটিকে প্রতিহত করেছে। এই হামলার পর বিমানবন্দরের নিকটবর্তী বসতিতে সাইরেন বাজানো হয়।
হুথি স্পষ্ট জানিয়েছে, গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তারা গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার প্রতিবাদে এই হামলাগুলো চালাচ্ছে।
হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে আগে জানিয়েছেন, তাদের বাহিনী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, রামোন বিমানবন্দর এবং নেগেভ মরুভূমির ডিমোনা শহরের একটি স্পর্শকাতর স্থাপনায় তিনটি ড্রোন হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এই অভিযান সফল হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৪,৮০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই যুদ্ধ গাজায় এক ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে।
জাতিসংঘ ইসরায়েলের এই ধরনের বিমান হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে যখন এসব হামলা জাতিসংঘের স্থাপনার কাছাকাছি হচ্ছে। জাতিসংঘ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল