সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় বিএনপির পদ হারানো আলোচিত সেই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রবিবার আদালতে তুলে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিন নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সাদাপাথর লুটের ঘটনায় তার নাম জড়ানোর পর তার সব পদ স্থগিত করে বিএনপি। সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার মৃত আবদুল বারীর ছেলে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে কুমারপাড়া থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজি ও পাথর লুটপাটের ঘটনায় তার বিরুদ্ধে সিলেট ও কোম্পানীগঞ্জ থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এদিকে গতকাল রবিবার বিকালে সাহাব উদ্দিনকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ। সাদাপাথর লুটে জড়িতদের ব্যাপারে তথ্য উদ্ঘাটনে সাহাব উদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান ওসি। প্রসঙ্গত, অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েক শ কোটি টাকার সাদাপাথর লুট হয়। এ ছাড়া তিনি কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ সরকারি ভূমি দখল করেন। পরে প্রশাসনের অভিযানে সেই ভূমি দখলমুক্ত করা হয়।