ভারত-পাকিস্তান খেলা মানেই টানটান উত্তেজনা। সেইসব দিন এখন অনেকটা পৌরাণিক গল্পের মতো। পাকিস্তান আজকাল ভারতের বিপক্ষে ব্যাটে-বলে কোনো প্রতিরোধই গড়তে পারছে না। উল্টো করছে অসহায় আত্মসমর্পণ।
এবারের এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে অনিবার্য পরাজয় মেনে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া ১২৮ রানের লক্ষ্য ভারত টপকে গেছে সহজেই। ১৫ ওভার ৫ বলে ভারত ৩ উইকেট হারিয়ে করেছে ১৩১ রান। পাকিস্তানকে তাই ৭ উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ দিকে দারুণ এক ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। তার ইনিংসে ভর করে ১২৭ রানের গড়পড়তা পুঁজি গড়ে পাকিস্তান।
১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুভমান গিল খেই হারান। সাইম আইয়ুবের টানা দুই বলে চার মারার স্টাম্পড হয়ে সাজঘরে ফিরতে হয়।
গিলের বিদায়ের পর ঝড় তোলেন আরেক ওপেনার অভিষেক শর্মা। শাহিন আফ্রিদির প্রথম ওভারে একটি করে চার-ছক্কার পর তার দ্বিতীয় ওভারেই একটি করে চার-ছক্কা মেরেছেন এই বাঁহাতি ওপেনার। লং অফে ফাহিম আশরাফের হাতে ধরা পড়ার আগে তিনি করেন ১৩ বলে ৩১ রান।
ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ১০ ওভারেই ৮৮ রান তুলে ফেলে ভারত। অধিনায়ক সূযকুমার যাদব ও তিলক বার্মা ১৫ দশমিক ৫ ওভারেই ম্যাচ জিতে নেন। ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন সূর্য। পাকিস্তানের হয়ে বল হাতে সাইম আইয়ুব একাই তিন উইকেট নিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল