দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা ও হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নওশের ওয়ান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল।
পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি ও জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মো. আনোয়ার হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দিনাজপুরের শাহ মোহাম্মদ আবু সায়েম। এ আসনে খেলাফত মজলিশের প্রার্থী চূড়ান্ত হয়নি। এনসিপি তাদের প্রার্থীর নাম ঘোষণা না করলেও কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবদুুল আহাদের নাম শোনা যাচ্ছে। তবে ভোটের মাঠে খবর নেই অন্যান্য ইসলামি দল, বামদল ও ছোট ছোট দলগুলোর। বিএনপি নেতা এ জেড এম রেজওয়ানুল হক বলেন, ‘আমি নির্বাচনি এলাকায় তৃণমূল থেকে সংগঠন করাসহ বিপদের সময়গুলো থেকে বিএনপিকে আগলে রেখেছি। জামায়াত নেতা মাওলানা মো. আনোয়ার হোসেন বলেন, ‘নির্বাচিত হলে আমার লক্ষ্য থাকবে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, বিমানবন্দরকে আন্তর্জাতিকে উন্নীত করা, এনালগ পদ্ধতি থেকে ডিজিটাল করে রেলস্টেশনের আধুনিকায়ন করা, ফুলবাড়ীতে খয়েরবাড়ী-দৌলতপুর গ্রামের পূর্বাঞ্চলে জলাবদ্ধতা নিরসন করা, খয়ের পুকুর এলাকার উৎপাদিত আলু সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা, ফুলবাড়ী-পার্বতীপুরের ২ হাজার কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ করা।’