মার্কিন যুক্তরাষ্ট্রের আলোকিত অতিরিক্ত শুল্ক-সংক্রান্ত ইস্যু নিয়ে দেশটির বাণিজ্য অধিদপ্তর ইউএসটিআরের সঙ্গে তৃতীয় এবং চূড়ান্ত আলোচনার সময় এবং তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ২৯ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউএসটিআর গতকাল বাংলাদেশকে এই সিডিউল জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে গতকাল রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউএসটিআর আমাদের ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুই ধরনের আলোচনার কথা জানিয়েছে। আমরা বলেছি, এটা সরাসরি আলোচনা হওয়া দরকার। কেননা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। সব ঠিকঠাক থাকলে আগামী রবিবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলোচনার জন্য ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়বে।
তিনি বলেন, আমরা আশা করছি একটি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে এসবের একটি গ্রহণযোগ্য সমাধান হবে এবং বাণিজ্যের গুরুত্ব বিবেচনায় দেশটি বাংলাদেশি পণ্যের ওপর আরও কিছু শুল্ক কমিয়ে আনবে।