শিক্ষকসহ সাত দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বস্ত্র মন্ত্রণালয়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ করেছেন। এ ছাড়া তাদের ঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। অন্যদিকে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবিতে বরিশাল-ভোলা সড়ক আড়াই ঘণ্টা অবরোধ করেন। গতকাল পৃথকভাবে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী জয়দ্বীপ বলেন, সাত দফা দাবিতে তাদের ঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত আছে। বুধবার সকালে নগরীর সিঅ্যান্ডবি রোড ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিল শেষে বস্ত্র মন্ত্রণালয়ের কুশপুতুল দাহ করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ইরান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কের কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।