আলোচিত শিল্প গ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলম মাসুদের দুই ছেলে, এক উপকর কমিশনার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে পে-অর্ডার জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- সাইফুল আলমের ছেলে আসাদুল আলম মাহির ও আশরাফুল আলম, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর সাবেক উপকর কমিশনার আমিনুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তা হেলাল উদ্দিন, আমির হোসাইন, আহসানুল হক, রুহুল আমিন, শামীম আক্তার, আনিস উদ্দিন ও গাজী মোহাম্মদ ইয়াকুব। মামলার বিষয়টি জানিয়েছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।
এজাহারে বলা হয়, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে আসামিরা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ২০ ডিসেম্বরের লেনদেন পাঁচ মাস আগে ২৯ জুন দেখিয়েছেন।